Skip to main content

রত্না মিষ্টির প্যাকেটটা একটা প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়ে হনহন করে হাঁটছে। 

এই মিষ্টিগুলো না, ভুল মিষ্টি কিনে নিয়ে গেছে ছেলেটা, এতে টকটক গন্ধ লাগে তার। ফেরৎ দিতে হবে।


রত্নাকে ক্রশ করে গেলো একটা নতুন লাল গাড়ি।

সমাদ্দারদা টেস্ট ড্রাইভ দিয়ে ফিরছে। ঠিক মনের মত হচ্ছে না। খুঁতখুঁত করছে মনটা। আরেকটা ট্রাই করবে?

সমাদ্দারকে ক্রশ করল রতন জানা রিকশায়, উলটো দিকে। রতন জানার পাশে একটা বিদেশী কুকুর। ঠিক এই ব্রীডের কুকুর চান না। দেখি পল্লবকে বলে, অন্য ব্রীড আছে নাকি।

রতন জানাকে ক্রশ করল ভদ্রদা। একটা ওয়াশিং মেশিন গাড়ির পিছনের সিটে। অটোমেটিক ওয়াশিংমেশিন লাগবে, ভুল অর্ডার দেওয়া হয়েছে। এটাতে তো অনেক হ্যাপা, সব নিজেকেই করতে হয়।

ভদ্রদাকে ক্রশ করল মল্লিক তার ছেলেকে নিয়ে। অঙ্কের নতুন স্যার দেখতে হবে। আগেরজন যে কি করালো! মাত্র ৮৭%! এটা মার্কস হল একটা আজকের দিনে? দেখি নতুন যিনি তার সাথে কথা বলে।

রঞ্জন ক্রশ করল মল্লিককে। রঞ্জনের বিয়ে হয়েছে চারমাস হল। উকিলের সাথে দেখা করতে যাচ্ছে। ডিভোর্সটা না হলেই নয়! সব মানুষের একটা নিজস্ব ডিম্যান্ড থাকে, অতটাও কম্প্রোমাইজ করা যায় না! জীবনটা হেল হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি ঘাড় থেকে নামানো যায়! উফফ!!!!