Skip to main content


চাই একটু নিরিবিলি তোর গা ঘেঁষে
যেমন করে সন্ধ্যেবেলা নৌকা ভেড়ে পাড়ে


পাখির ঘরে ফেরার ডাক
নদীর সমুদ্রে মেলানো ঝাঁপ
বৃষ্টির বুকে জোড়ানো তাপ


তেমন করে।