সৌরভ ভট্টাচার্য
27 March 2015
আমি বললাম, কিছু কি হয়েছে?
ও বলল, না, তেমন কিছু না।
(ওর চোখ বলল, হয়েছে)
আমি বললাম, আচ্ছা।
(আমার চোখ বলল, হয়তো বুঝলাম)
ও বলল, হাসলে যে?
(ওর চোখে ফুটল যন্ত্রণা)
আমি বললাম, না এমনি।
(আমার চোখে জড়ালো স্নেহ)
ও বলল, আচ্ছা।
(ওর চোখের কোল ভারী)
আমি বললাম, বসবে?
ও বলল, আমার আছে তাড়া।
(ওর চোখ বলল, হ্যাঁ)
আমি বললাম, বেশ।
(আমার দুচোখ দিশাহারা)
ও বলল, আসি?
(ওর চোখ বলল, আমায় বাঁধো)
আমি বললাম, এসো।
(ওর চোখ বলল, নিষ্ঠুর!)
(আমার চোখের কোলে অভিমানের মেঘ)
ও গিয়েও থেকে গেল
আমি থেকেও চলে গেলাম।