সৌরভ ভট্টাচার্য
10 November 2014
আমি তোকে কাছ থেকে দেখিনি,
তবু মনে হয় তোর সারা গায়ে শিউলির গন্ধ
কাছে গেলেই পাব।
মনে হয় যদি তোর চোখের সামনে দাঁড়াই
তোর দৃষ্টির পালক
আমার ক্লান্তির সবটুকু মিটিয়ে দেবে।
আর যদি আরো কাছে ডেকে নিস
একটা চুম্বন আমার জন্মান্তর ঘটাতে পারে।
তোর বুকের ওপর মাথা রেখে শুলে
আমার ঘাম দিয়ে সব দুষ্টুমিগুলো যাবে ছেড়ে
আমি লক্ষীছেলে হয়ে যাব, দেখিস।
আমি তিন সত্যি করছি
সত্যি! সত্যি! সত্যি!
তবু মনে হয় তোর সারা গায়ে শিউলির গন্ধ
কাছে গেলেই পাব।
মনে হয় যদি তোর চোখের সামনে দাঁড়াই
তোর দৃষ্টির পালক
আমার ক্লান্তির সবটুকু মিটিয়ে দেবে।
আর যদি আরো কাছে ডেকে নিস
একটা চুম্বন আমার জন্মান্তর ঘটাতে পারে।
তোর বুকের ওপর মাথা রেখে শুলে
আমার ঘাম দিয়ে সব দুষ্টুমিগুলো যাবে ছেড়ে
আমি লক্ষীছেলে হয়ে যাব, দেখিস।
আমি তিন সত্যি করছি
সত্যি! সত্যি! সত্যি!