Skip to main content

ক্ষ্যাপা তুই কি রাস্তা গুলিয়েছিস?
এদিক ওদিক ঝোপঝাড়ের মধ্যে
      কি মাতাল করা ফুল ফুটিয়েছিস?

জানিস না, আমার বাঁধানো পথ?
জানিস না, আমার পাকা দেওয়াল?
জানিস না, আমি কাজের মানুষ?

জবাবদিহি কে করবে?
তুই তো না, ফুলও না
সময়ের যত বাজে খরচের
     হিসাবগুলো কে মেলাবে?
তোর একতারাও না, পলাশও না
তবে?

এবার থেকে অন্য পাড়ায়
 ঘুর পথই না হয় ধরিস
আর আসবি যদি একান্তই
 তবে রাখবি একটা গোপন কথা?
  রাখবি তো বল, তোকে শিমুল দিব্যি
   মরণকেও সাথে করে আনিস!

Category