Skip to main content

সমস্ত ফসল দিয়ে দেওয়ার পর
যখন কেউ মুঠো ভরে
    কেউ সম্পূর্ণ না ভরা মুঠোয় ফিরে যাবে
      যখন আমার শূন্য ক্ষেতের প্রান্ত ঘেষে
        ঘিয়ে রঙের চাঁদ
তখন তোমায় খুঁজে নেব

তোমার ঠোঁটের মধ্যে
    প্রাণের শেষ উষ্ণতাটুকু ঢেলে দিতে দিতে
    সন্ধ্যেবেলার শাঁখের আওয়াজ
          মাখা বাতাস
      সারা গায়ে
             মাখতে মাখতে
                বলব, শুধু তুমি,
   আমার আর কিছু পাওয়ার ছিল না


Category