সৌরভ ভট্টাচার্য
29 January 2020
সমস্ত ফসল দিয়ে দেওয়ার পর
যখন কেউ মুঠো ভরে
কেউ সম্পূর্ণ না ভরা মুঠোয় ফিরে যাবে
যখন আমার শূন্য ক্ষেতের প্রান্ত ঘেষে
ঘিয়ে রঙের চাঁদ
তখন তোমায় খুঁজে নেব
যখন কেউ মুঠো ভরে
কেউ সম্পূর্ণ না ভরা মুঠোয় ফিরে যাবে
যখন আমার শূন্য ক্ষেতের প্রান্ত ঘেষে
ঘিয়ে রঙের চাঁদ
তখন তোমায় খুঁজে নেব
তোমার ঠোঁটের মধ্যে
প্রাণের শেষ উষ্ণতাটুকু ঢেলে দিতে দিতে
সন্ধ্যেবেলার শাঁখের আওয়াজ
মাখা বাতাস
সারা গায়ে
মাখতে মাখতে
বলব, শুধু তুমি,
আমার আর কিছু পাওয়ার ছিল না
প্রাণের শেষ উষ্ণতাটুকু ঢেলে দিতে দিতে
সন্ধ্যেবেলার শাঁখের আওয়াজ
মাখা বাতাস
সারা গায়ে
মাখতে মাখতে
বলব, শুধু তুমি,
আমার আর কিছু পাওয়ার ছিল না