সৌরভ ভট্টাচার্য
9 April 2017
ওরা ডেকে নিয়ে গেল আমায়
বলল, এটা পাহাড়
এটা সমুদ্র
এটা জঙ্গল
এটা আকাশ
এটা নদী
বলল, এটা পাহাড়
এটা সমুদ্র
এটা জঙ্গল
এটা আকাশ
এটা নদী
আমি চুপ করে থাকলাম
ওরা বলল, বুঝলে না কিছু? কি দেখলে?
ওরা বলল, বুঝলে না কিছু? কি দেখলে?
চুপ করেই থাকলাম।
ওরা বলল, নির্বোধ নাকি? বোকা?
কেউ বলল, ব্যাটা মিচকে শয়তান!
ওরা বলল, নির্বোধ নাকি? বোকা?
কেউ বলল, ব্যাটা মিচকে শয়তান!
কি বলব ওদের কি দেখলাম
আমি তো দেখলাম -
শুধু তুমি তুমি আর তুমি
আমি তো দেখলাম -
শুধু তুমি তুমি আর তুমি