সৌরভ ভট্টাচার্য
21 September 2014
লোকটার মাথা ভর্তি তথ্য,
সেই নিয়ে সে শুতে যায়, সকালে ওঠে,
সারাদিন ঘুরে বেড়ায়।
সেই নিয়ে সে শুতে যায়, সকালে ওঠে,
সারাদিন ঘুরে বেড়ায়।
সমস্যাটা অন্য জায়গায়।
মাঝে মাঝে তথ্যগুলো গড়িয়ে চোখের কাছে আসে
ভাল দেখতে পায় না।
ভাল দেখতে পায় না।
মাঝে মাঝে কিছু তথ্য কানের কাছে ভোঁ ভোঁ করে
ভাল শুনতে পায় না।
ভাল শুনতে পায় না।
কখনো কখনো তথ্যগুলোতে জট পাকিয়ে মাথার ভিতর ঘোর তৈরি হয়,
ভাল বুঝতে পারে না।
ভাল বুঝতে পারে না।
তবু ওর খুব ভয়,
তথ্য কিছু কমলেই
ওর মাথা নাকি এমন ঘুরবে,
যে ও আর মাথা তুলে দাঁড়াতেই পারবে না!
তথ্য কিছু কমলেই
ওর মাথা নাকি এমন ঘুরবে,
যে ও আর মাথা তুলে দাঁড়াতেই পারবে না!
আমি একটা সিরিঞ্জ খুঁজছি
যদি কিছুটা তথ্য ওর মাথা থেকে বের করে দেওয়া যায়, ও পাগল হওয়ার আগেই।
যদি কিছুটা তথ্য ওর মাথা থেকে বের করে দেওয়া যায়, ও পাগল হওয়ার আগেই।