Skip to main content

বুকের মধ্যে পায়েস ভরতি কাঁসার বাটি
তর্জনী ডুবিয়ে বসে
সংশয়ে,

কোনটা কল্পনা -
     তর্জনী না কাঁসার বাটি?