sumanasya
22 November 2024
তারপর আমি
একজন একজন করে
সবাইকে নিন্দা স্কোয়াডে দাঁড় করিয়ে দিলাম
তারা জানতেও পারল না
কখন তাদের ভোরে উঠিয়ে, স্নান করিয়ে
নিয়ে এলাম
তারপর আমার নিউরোনের বন্দুকে
তীব্র ভাষার বিষাক্ত গুলিতে
ঝাঁঝরা করে দিলাম ওদের অস্তিত্বকে
নিন্দা স্কোয়াডের আকাশে উড়ছে তখন চিল শকুন
কী উল্লাস ওদের!
ওরা পোষা আমার
ঈর্ষা!
ওদের অস্তিত্বহীন শরীরগুলো জ্বালিয়ে দিলাম
ওরা জানতে পারল না
এমন নিঃশব্দে সবটুকু সারলাম
এখন বিশ্রামের সময়
তারপর ফ্রেশ হয়ে উঠে
হাঁটতে বেরোবো সমাজ মাড়িয়ে
এর ওর জানলা দিয়ে উঁকি দিয়ে দেখব
এর পর কে?
আমি বিশ্বাস করি
সংশোধন মানে নিন্দা
তীব্র নিন্দা
তারপর নিশ্চিত ঘুম!