মা, আমি তর্পণ করতে গেলাম না।
আমার হৃদয়তটের অববাহিকায়
তোমার স্মৃতির ধারা অবিরাম,
তারা বুকের দু-পাড়ে ধাক্কা দিয়ে
বয়েই চলে.. বয়েই চলে...বয়েই চলে...
আমার শোক ওই কালো তিলের চেয়েও কালো
তুমি তো জানো।
তাই আর গেলাম না, থাক।
তর্পণ তো আমার রোজ।
(ছবিঃ পল্লব কুন্ডু)