Skip to main content


যেদিনই তোমার জন্মদিন থাকত
আমি বলতাম-
ধুর্, মায়ের আবার জন্মদিন হয় নাকি!
যেমন আকাশের কোনো জন্মদিন নেই
মাটির কোনো জন্মদিন নেই
খুশীর কোনো জন্মদিন নেই
তেমন তোমারও কোনো জন্মদিন নেই।

তুমি হাসতে

আজ ভাবি ভাগ্যিস তোমার জন্মদিনটাকে মানিনি -
তাই মৃত্যুদিনটা যতই
আমার চোখে বালি ছুঁড়ুক
বুকে আঁচড় কাটুক
আমি বলি- 
মিথ্যুক তুই, ভাগ!
সে দৌড়ে আসে আমায় ধরতে 
আমি ছুট লাগাই
দৌড়াতে দৌড়াতে 
সাগর নদী বন সব পেরিয়ে
পৃথিবীটা থেকে দিই লাফ অন্তরীক্ষে
তোমার কোলে পড়ি
পৃথিবীটাকে বলি, তুই ঘোর 
তোর আহ্নিক গতি আর বার্ষিক গতি নিয়ে
আমি একটু বসি, মায়ের কোল ঘেঁষে।

Category