sumanasya
31 March 2024
শাদা বকগুলোকে এখনও দেখা যাচ্ছে
যদিও অন্ধকার নেমেছে
এই চিরপুরাতন, চিরনবীন পৃথিবীতে
নৌকাটাকে ঘাটে বেঁধে
দুটো ডুব দিয়ে তারক মাঝি
বাড়ির দিকে যাচ্ছে
তবু শাদা বকগুলো নয়,
কেবল তারক মাঝি নয়
এ নদী, এ আকাশ নয়
এমনকি অন্ধকারও নয়
এ সব নিয়েই
সে একদিন নয়
রোজ আছে
থাকবেও
এ সব কিছুর মধ্যে
এ সব কিছু ছাড়িয়ে
তারই খোঁজে আমি
যার তৈরি আমার এ চিত্তজাল
ছেঁকে নিচ্ছে নিত্য
নিত্য এ জীবন
একদিন সে এ জাল ছিঁড়ে
নিজের মধ্যে মিলিয়ে নেবে সব
যে সব কিছু হয়েও
সব নয় যেন