Skip to main content

আমি একটা আস্ত পৃথিবী গিলে ফেলেছি
  বুক অবধি নেমে দাঁড়িয়ে আছে
না না দাঁড়িয়ে নেই
  গোলগোল ঘুরছে বুকের মধ্যেই পাঁজরগুলো মাড়িয়ে মাড়িয়ে

ঘুরছে যত, তত উঠছে ধোঁয়া
 মাথার মধ্যে ওরা জমে উঠছে পাহাড়ের মত
  সেই পাহাড়ের চূড়ায় আমি একজন কাউকে বসাতে চাইছি
  ঈশ্বরের মত
 বসছে কই?
পিছলে পিছলে যাচ্ছে বারবার
 কেউ হাতও ধরছে না
       সময় একটা মৌমাছির মত গুনগুন করছে

বলছে, তাড়াতাড়ি করো....

Category