Skip to main content
 
জল ঘোলা করছ
করো
ক্লান্ত হবে এক সময়
    তোমার হাত
কাদাও
থিতিয়ে যাবে
     স্থির হবে
তাড়া নেই
   আমার
জলেরও

Category