sumanasya
28 February 2024
প্রথমে আমি রেগে যেতাম
চেঁচামেচি করতাম।
সে, চুপ থাকত।
তারপর আমি রেগে যেতাম
রেগে যাচ্ছি বলে।
সে, চুপ থাকত।
তারপর আমি রেগে যেতাম
সে রাগছে না বলে।
সে, চুপ থাকত।
তারপর একদিন আমি
চুপ করে থাকতে শিখলাম।
তবু তার শব্দহীনতাকে
আমার নৈঃশব্দ্য ছুঁতে পারল কই?