Skip to main content


অসুবিধা ছিল না তো
তবু অনেক খামতি তো ছিল


ঘুম পাড়ানি গান ছিল তো
তার সাথে মাথা ভরা দুশ্চিন্তাও তো ছিল


উনুন ছিল, কাঠ ছিল, চাল ছিল
তার সাথে খিদের হিসাবও তো ছিল


ভালবাসা ছিল যেমন ফরসা আকাশের মত
সন্দেহের ধূমকেতুও তো ছিল সে আকাশেই


ভাঙল যখন সবাই অবাক হল- "এত মজবুত জোড়!"
মজবুত জোড় হলেও ভিতরে ভিতরে চিড়ও তো ছিল।

Category