Skip to main content

যে অসম্ভবকে সম্ভব করতে পারে

তার সামনে ভীষণ ভিড়

 

এত ফুল। এত দক্ষিণা।

 

সে তৃষিত চোখে রাস্তার দিকে তাকিয়ে

কেউ “মা” বলে ডেকে গেল

কিছু না চেয়ে

 

যে অসম্ভবকে সম্ভব করতে পারে

সে আরেকবার সে ডাকটা শুনবে বলে

 

অপেক্ষায় ডুবে গেল

 

কত কেউ তো এলো গেল

কত মন্ত্র, কত স্তব,

কত কী তো হয়ে গেল

 

সে কই?

 

যে কিছু না চেয়ে

শুধু “মা” বলে ডেকে গেল

 

যে অসম্ভবকে সম্ভব করতে পারে

তার চোখের কোলে এক পশলা বৃষ্টি জমল

 

তার কাছে কি খবর গেল?

Category