Skip to main content

মিনিট কখনো সেকেন্ডকে টপকে আসে না,
ঘন্টা কখনো মিনিটের আগে দৌড়ায় না।

সন্ধ্যা কারোর আঙিনাতেই পা রাখে না, দুপুরের আগে
হিমেল হাওয়া কদাপি আসে না, মৌসুমি বাতাসের আগে।

এ সবই তুমি জানো।

তবু তোমার যত আগে যাওয়ার তাড়া
একে টপকে, ওকে টপকে
সময়ের আগে - অসময়ে।

 

Category