Skip to main content

অস্পষ্ট আলো
আগে বাঁক
বাঁকের সামনে অন্ধকার

দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না
পায়ের তলার অস্থির মাটি
যে যার ইউনিফর্ম গায়ে জড়িয়ে
    হনহন করে হেঁটে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে
আমার গা গুলাচ্ছে ইউনিফর্মের গন্ধে

অন্ধকারের একটাই রঙ
     অতীন্দ্রিয় মোহের মরশুম 
   দিকচক্রবালে আটকেছে সূর্যোদয় 
 সীমানা হারানো বাজপাখির ডানায় আন্দোলন
          তফাত যাও... তফাত যাও... তফাত যাও...

Category