সৌরভ ভট্টাচার্য
10 April 2017
অস্পষ্ট আলো
আগে বাঁক
বাঁকের সামনে অন্ধকার
দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না
পায়ের তলার অস্থির মাটি
যে যার ইউনিফর্ম গায়ে জড়িয়ে
হনহন করে হেঁটে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে
আমার গা গুলাচ্ছে ইউনিফর্মের গন্ধে
অন্ধকারের একটাই রঙ
অতীন্দ্রিয় মোহের মরশুম
দিকচক্রবালে আটকেছে সূর্যোদয়
সীমানা হারানো বাজপাখির ডানায় আন্দোলন
তফাত যাও... তফাত যাও... তফাত যাও...