সৌরভ ভট্টাচার্য
24 August 2014
জীবনে একটা চাওয়া থাক, অপেক্ষা করে চিরকাল।
তার থেকে অপেক্ষার মাধুর্য্য কেড়ে নিও না।
বোলো না আমার কালকেই চাই, কি পরশু,
কিম্বা কয়েক বছরের মধ্যে।
থাক না।
তার জন্য রইলই না হয় অনন্ত অপেক্ষা।
তার থেকে অপেক্ষার মাধুর্য্য কেড়ে নিও না।
বোলো না আমার কালকেই চাই, কি পরশু,
কিম্বা কয়েক বছরের মধ্যে।
থাক না।
তার জন্য রইলই না হয় অনন্ত অপেক্ষা।
ধীরে ধীরে তুমি সেই চাওয়ার সাথে হবে একাত্ম-
তোমার আর সব চাওয়া, সেই পরম চাওয়াটার হবে অনুগত,
তুমি শান্ত হবে।
তোমার আর সব চাওয়া, সেই পরম চাওয়াটার হবে অনুগত,
তুমি শান্ত হবে।
এমনি ভাবেই কোনো একদিন মানুষ তাঁকেই তো চেয়ে বসেছিল।
বলেছিল,"তুমি এসো প্রিয়, তোমায় আমি চাই,
তোমার জন্য রইল আমার জন্ম জন্ম অপেক্ষা।"
তিনি রাজী হয়েছিলেন, সাক্ষী মহাকাল।
বলেছিল,"তুমি এসো প্রিয়, তোমায় আমি চাই,
তোমার জন্য রইল আমার জন্ম জন্ম অপেক্ষা।"
তিনি রাজী হয়েছিলেন, সাক্ষী মহাকাল।
মানুষ জেনেছিল অসীমের রহস্য দ্বার-
তপস্যায়- অনন্ত ধৈর্য্যে, অসীম বিশ্বাসে।
তপস্যায়- অনন্ত ধৈর্য্যে, অসীম বিশ্বাসে।