সৌরভ ভট্টাচার্য 17 February 2021 বন্ধ দরজা খুলতেই সারা ঘর জুড়ে তুমি তোমার গায়ের গন্ধ তুমি এসেছিলে এ কথাটা শুধু আমার বুকেই বিঁধে ছিল না তবে ভুলে গিয়েছিলাম, তোমার গন্ধেই তো আমায় ঘিরে বসন্ত Category কবিতা Log in or register to post comments6 views