সৌরভ ভট্টাচার্য
2 November 2016
তোমার সময় তোমার জন্মসূত্রেপ্রাপ্ত সম্পদ। উত্তরাধিকারে পেয়েছো মহাকালের থেকে। কারোর থেকে ধার করে পাওয়া না। তাই তা কখন কিভাবে তা ব্যবহার করবে, তা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত।
কেউ সে সম্পদের ভাগ চাইতে পারে, দাবী করতে পারে না। আর তুমি তা দিতে না চাইলে, সে যদি কৈফিয়েৎ চায়, সে তো নিতান্তই জুলুম!
তাকে বলো, "তোমার নিজের দিকে তাকাও। তোমারও তো আছে জন্মসূত্রে প্রাপ্ত সে অমূল্য সম্পদ, খামোখা এদিক ওদিক ছুটে কাঙালের মত তার অপচয় করো কেন? বরং বীজ বোনো, গাছে জল দাও, পৃথিবীটাকে আরেকটু বাসযোগ্য করো। ওঠো, ওঠো, সময়ের ঋণ শোধো মহাকালের কাছে, অলসতা ছাড়ো!"