সৌরভ ভট্টাচার্য
25 August 2014
তোমার মন্দিরের স্তবে আমার প্রাণের সুর
যায় হারিয়ে।
তাই মন্দিরের পথ ছেড়ে দীঘির ধারে বসি, একা।
বিভোর হয়ে গাই নিজের প্রাণের সুর।
যায় হারিয়ে।
তাই মন্দিরের পথ ছেড়ে দীঘির ধারে বসি, একা।
বিভোর হয়ে গাই নিজের প্রাণের সুর।
চোখ খুলে দেখি, তুমি আমার পাশে বসে,
প্রসন্ন মুখে।
চোখ টিপে মন্দিরের খোলা দরজার দিকে দেখাও।
ইশারায় বলো, থেমো না, গাও।
প্রসন্ন মুখে।
চোখ টিপে মন্দিরের খোলা দরজার দিকে দেখাও।
ইশারায় বলো, থেমো না, গাও।
আমি আবার বিভোর, তোমার সাথে, নিজের সুরে।