সৌরভ ভট্টাচার্য
16 January 2020
কোনো কবিতা মনে পড়ছে না
সার দেওয়া কবিতার বই
তারই লেখা
সংস্করণের পর সংস্করণ বিক্রি হয়ে যাওয়া
সার দেওয়া কবিতার বই
তারই লেখা
সংস্করণের পর সংস্করণ বিক্রি হয়ে যাওয়া
প্রেম, প্রতিবাদ, উপলব্ধি, ব্যঙ্গ, রাজনীতি
এত এত কবিতা... কার লেখা?
এত এত কবিতা... কার লেখা?
এই তো তার নাম
এই তো সাল, প্রকাশকের নাম, সংস্করণের সংখ্যা
এই তো সাল, প্রকাশকের নাম, সংস্করণের সংখ্যা
কিচ্ছু মনে নেই
সাদা কাগজ নিয়ে বসল
এই তো ছন্দ মিলছে
এই তো ছন্দ মিলছে
এই তো....
কিন্তু ভাষা? এ কি তার ভাষা?
সব কবিতার বইগুলো তার মুখের দিকে তাকিয়ে
কেউ কোলে উঠতে চাইছে না
কেউ সোহাগ চাইছে না
কেউ বলছে না তার হৃদয়ের দিকে তাকিয়ে
আমি তুমিই আসলে একই
কেউ সোহাগ চাইছে না
কেউ বলছে না তার হৃদয়ের দিকে তাকিয়ে
আমি তুমিই আসলে একই
মানুষটার ভাষা
মানুষটার হৃদয়
দুদিকে দুটো পৃথক সাম্রাজ্য
মাঝে শীতল মৃত মানুষ একটা
টোবা টেক সিং
মানুষটার হৃদয়
দুদিকে দুটো পৃথক সাম্রাজ্য
মাঝে শীতল মৃত মানুষ একটা
টোবা টেক সিং