Skip to main content

কোনো কবিতা মনে পড়ছে না
সার দেওয়া কবিতার বই
তারই লেখা
সংস্করণের পর সংস্করণ বিক্রি হয়ে যাওয়া

প্রেম, প্রতিবাদ, উপলব্ধি, ব্যঙ্গ, রাজনীতি
    এত এত কবিতা... কার লেখা?

এই তো তার নাম
এই তো সাল, প্রকাশকের নাম, সংস্করণের সংখ্যা

কিচ্ছু মনে নেই

সাদা কাগজ নিয়ে বসল
এই তো ছন্দ মিলছে

এই তো....

কিন্তু ভাষা? এ কি তার ভাষা?

সব কবিতার বইগুলো তার মুখের দিকে তাকিয়ে

কেউ কোলে উঠতে চাইছে না
  কেউ সোহাগ চাইছে না
    কেউ বলছে না তার হৃদয়ের দিকে তাকিয়ে
            আমি তুমিই আসলে একই

মানুষটার ভাষা
  মানুষটার হৃদয়
    দুদিকে দুটো পৃথক সাম্রাজ্য
      মাঝে শীতল মৃত মানুষ একটা
            টোবা টেক সিং

Category