Skip to main content


 
সব চাবি দিয়ে সব তালা খোলা যায় না,
এক একটা তালার এক একটা চাবি।
চাবিগুলো আলাদা করে গুছিয়ে রাখতে চেষ্টা করছি, সেই কবে থেকে।
পারছি না।
গুলিয়ে যাচ্ছে কয়েকটা আলাদা করার পরই,
আবার প্রথম থেকে শুরু।


ধুর, ভাল লাগছে না আর।
ভাবছি কয়েকটা চাবি
তালাশুদ্ধ হারিয়ে ফেলব এবার
ইচ্ছা করেই।




(ছবিঃ সুমন দাস)



 

Category