Skip to main content
তখন দেরী নেই

 দরজার একটা পাল্লা ভীষণ ভারী ছিল
    হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে যখন পাল্লাটা খুলল
  তখন সূর্যোদয়ের আর বেশি দেরি নেই
পূবাকাশ আলতার মত লাল টকটকে
     যেন মা হেঁটে গিয়েছেন খানিক আগেই আলতা রাঙা পায়ে
পাখিগুলো নীড় থেকে রওনা দিয়েছে নীলাকাশে
        ওদের ডানায় ডানায় মনের আদর
                   শিশির শিশিরে ভিজে
       ঠান্ডা হওয়া স্মৃতির বন্ধ বাক্সের উপর
               হাত রেখেছে সস্নেহে
      
   এমন সময় সূর্য উঠল
     চারদিকে যেন কত শাঁখ উলুধ্বনি হল
 স্তব পাঠও তো হল, আমি শুনলাম

     ভারী পাল্লাটা ভারী নয় এখন
        আলোয় শুকিয়ে গেছে ওর বুকে ভেজা সমস্ত জল
     বুকের তলায় জমে যারা সূর্যোদয়ের পথ আটকেছিল


(নেট পথে চলতে ফিরতে ছবিটাতে চোখ আটকালো। লেখাটার সাথে মিলল। জানি না কার তোলা)

Category