Skip to main content


সাবান আছে?
নেই
শ্যাম্পু?
তাও নেই
টাওয়েল?
নেই
গামছা?
সেও নেই
টব আছে?
না, নেই
বালতি, কিম্বা গামলা?
নেই নেই, সেও নেই
আশেপাশে পুকুর?
নেই
দীঘি
নেই
নদী
নেই

তবুও আমি নাইব, 
   সাতসমুদ্রের জল তো আছে
      তাতেই আমি নাইব

   সেই সাত সমুদ্র জলের গল্পেই আমার ঈশ্বর

Category