Skip to main content


তবুও আমি আস্তিক

যদিও আত্মার অমরত্বে বিশ্বাস রাখি না
বিশ্বাস রাখি ভালোবাসায়

তবুও আমি আস্তিক

যদিও কোনো মানুষের অবতারত্বে বিশ্বাস রাখি না
বিশ্বাস রাখি মহত্বে

তবুও আমি আস্তিক

যদিও মুক্তি কিম্বা নির্বাণ - অর্থহীন আমার বোধে
বিশ্বাস রাখি সাতরঙে, সাতসুরে

তবুও আমি আস্তিক

যদিও প্রাণের গভীরে সত্যের খোঁজ নেই আমার
সত্যকে খুঁজি মোহহীন যুগাবর্তনের কাব্যে

Category