Skip to main content

মনকে প্রসন্ন রেখো
    সে যে ভাবেই হোক
ঈশ্বর তোমার পাড়ায় থাকুন
             চাই না থাকুন
  মনকে প্রসন্ন রেখো
মনের সাথে চিরকালীন বাস
   মনের মধ্যে তাই না থাক দীর্ঘশ্বাস
মনে করো না, ঈশ্বর গেছেন বেড়াতে
 গেছেন তীর্থে - পুরী কিম্বা জেরুজালেম অথবা মক্কাতে
   তোমায় দিয়ে গেছেন মনকে দেখার ভার
  হ্যাঁ তোমার মনকেই, মনই তো ঘরবার
    যখন ফিরবে সে -
  কি দেখবে- অপ্রসন্ন মন?
  এদিক ওদিক ঝুল, ধুলোর পাহাড় মেঝে?
  ছি ছি, লজ্জা লাগবে যে!
বরং তাকে ফিরিয়ে দিও
   তোমার প্রসন্ন মন,
      প্রসন্ন মনে মহাবিশ্বের বাস
   অপ্রসন্ন হলে?
  একটা ছুঁচই রাখা দায়
     নিজের সাথে কলহ বারোমাস

তাই বলি, যা কিছু যেমন খুশী হয়ে যাক
   মন সে সবের ছায়াই দেখুক শুধু
          তাদের ধরতে না গো যাক
        সে নিজে প্রসন্ন থাক

Category