সৌরভ ভট্টাচার্য
1 June 2016
মনকে প্রসন্ন রেখো
সে যে ভাবেই হোক
ঈশ্বর তোমার পাড়ায় থাকুন
চাই না থাকুন
মনকে প্রসন্ন রেখো
মনের সাথে চিরকালীন বাস
মনের মধ্যে তাই না থাক দীর্ঘশ্বাস
মনে করো না, ঈশ্বর গেছেন বেড়াতে
গেছেন তীর্থে - পুরী কিম্বা জেরুজালেম অথবা মক্কাতে
তোমায় দিয়ে গেছেন মনকে দেখার ভার
হ্যাঁ তোমার মনকেই, মনই তো ঘরবার
যখন ফিরবে সে -
কি দেখবে- অপ্রসন্ন মন?
এদিক ওদিক ঝুল, ধুলোর পাহাড় মেঝে?
ছি ছি, লজ্জা লাগবে যে!
বরং তাকে ফিরিয়ে দিও
তোমার প্রসন্ন মন,
প্রসন্ন মনে মহাবিশ্বের বাস
অপ্রসন্ন হলে?
একটা ছুঁচই রাখা দায়
নিজের সাথে কলহ বারোমাস
তাই বলি, যা কিছু যেমন খুশী হয়ে যাক
মন সে সবের ছায়াই দেখুক শুধু
তাদের ধরতে না গো যাক
সে নিজে প্রসন্ন থাক