Skip to main content
 
তুমি যতই অগোছালো করে রাখো
যতই কাদার উপর কাদার স্তূপ তৈরি করে বলো,
 
      ওদিকে যেয়ো না
যতই সারা রাস্তা কাঁটা ঝোপঝাড়ে ঢেকে রাখো
 
    সব আলো নিভিয়ে বলো -
           ও মিথ্যা মিথ্যা মিথ্যা
 
আমি তবু যাব 
হাঁটতে হাঁটতে
নয় হামাগুড়ি দিয়ে
তাও না পারলে
  বুকে ছেঁচড়ে ছেঁচড়ে
 
মাথা নীচু করব 
    বলব, এসেছি;
   হতাশা যতই চোখের জল শুষে নিতে চেষ্টা করুক
তবু দুটো হাত জড়ো করে বলব -
 
  আমায় তোমার আকাশ দাও
     আমায় তোমার মাটি দাও
           আমায় তোমার বাতাস দাও
 
আমি তিনটে বুলেটে বিশ্বাস করি না

Category