সৌরভ ভট্টাচার্য
7 September 2017
তবু একদিন
একট্রেন বোঝাই অফিসযাত্রী চীৎকার করে উঠবে - আর না!
এক শপিংমল ভরতি মানুষ চীৎকার করে বলবে -
তফাৎ যাও!
ট্র্যাফিকে দাঁড়িয়ে থাকা অজস্র মানুষ চীৎকার করে বলবে -
রাস্তা ছাড়ো!
সিনেমাহলের সব কটা মানুষ উঠে দাঁড়িয়ে বলবে -
চুপ করো!
স্কুলের টিফিন পিরিয়ডে বাচ্চাগুলো জড়ো হয়ে বলবে -
গাছ চেনাও, কালো বোর্ডটা সরাও!
কারা যেন পিলপিল করে সরে পড়বে
ছায়ার মত মিলিয়ে যাবে
বাচ্চাটার হাত ধরে ফেরা মা,
আঁচল দিয়ে মুখের ঘাম সরিয়ে বলবে
"তুমি এগিয়ে চলো, আমি আসছি"