সৌরভ ভট্টাচার্য
28 March 2019
অনশন কেন?
না খেয়ে রাস্তায় পড়ে আছ কেন?
ভ্রুণ নষ্ট হয়ে যাচ্ছিল বোঝোনি
কি করে পারলে?
কি করে পারলে?
যোগ্যতা কি শুধু তোমাদেরই গো
শুধু প্যানেল অবধি পৌঁছিয়েছ বলে?
শুধু প্যানেল অবধি পৌঁছিয়েছ বলে?
লক্ষ লক্ষ বেকার গো রাজ্যে
তোমরা কি ভাবো
এরা কেউই যোগ্য নয়
অনশন কিম্বা প্যানেল পায়নি বলে?
তোমরা কি ভাবো
এরা কেউই যোগ্য নয়
অনশন কিম্বা প্যানেল পায়নি বলে?
চাকরি পেলেই
নির্দিষ্ট পে-স্কেলে ভুলিয়ে দেবে
তোমাদের সব বৈপ্লবিক অভিমান
জানি জানি
নির্দিষ্ট পে-স্কেলে ভুলিয়ে দেবে
তোমাদের সব বৈপ্লবিক অভিমান
জানি জানি
সারা দেশ জুড়ে এত অন্যায়, এত অবিচার
সব কিছু ভুলে, যাবে ইস্কুলে, নির্দিষ্ট পে-স্কেলের টানে
যেমন লক্ষকোটি মানুষ বাঁচে
নিত্যনৈমিত্তের চালে
সব কিছু ভুলে, যাবে ইস্কুলে, নির্দিষ্ট পে-স্কেলের টানে
যেমন লক্ষকোটি মানুষ বাঁচে
নিত্যনৈমিত্তের চালে
আসলে কি জানো
না খেয়ে রাস্তায় শুয়ে লড়াই করার সময় নেই
বাড়ির লোকেরা অনশন বোঝে না
খিদে বোঝে, ইলেক্ট্রিকের বিল বোঝে, ওষুধ ডাক্তারের টাকা বোঝে
না খেয়ে রাস্তায় শুয়ে লড়াই করার সময় নেই
বাড়ির লোকেরা অনশন বোঝে না
খিদে বোঝে, ইলেক্ট্রিকের বিল বোঝে, ওষুধ ডাক্তারের টাকা বোঝে
শুয়ে থাকি যদি
কে জোগাবে বলো ওদের বরাদ্দ প্রতিমাসে?
কে জোগাবে বলো ওদের বরাদ্দ প্রতিমাসে?
তোমাদের বিপ্লব হোক সার্থক
শুভেচ্ছা রাখি
শুভেচ্ছা রাখি
তবু লজ্জাও পেলাম
এটুকু শিক্ষা পেয়েছি জানো
চাকরি পাইনি বলে
স্বার্থসিদ্ধিতে অনশনের চাপ
সমাজে দিই নি
দেবও না কোনোদিন জেনো
চাকরি পাইনি বলে
স্বার্থসিদ্ধিতে অনশনের চাপ
সমাজে দিই নি
দেবও না কোনোদিন জেনো
লড়াই করি
গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করি
রাজার সাথে যুদ্ধ?
ওই যে ভোটের বোতাম!
তবুও আখের গোছাতে
অনশন নয় জেনো
গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করি
রাজার সাথে যুদ্ধ?
ওই যে ভোটের বোতাম!
তবুও আখের গোছাতে
অনশন নয় জেনো