সৌরভ ভট্টাচার্য
4 November 2021
লক্ষ্মী আর কালী। পূর্ণিমা আর অমাবস্যা। একজন শ্রী, সৌন্দর্য, সুষমা, শান্ত, স্থিতিস্বরূপা। একজন উগ্র, ভয়ংকরী, বীভৎসতা, ধংসস্বরূপা।
'তাও' দর্শনে সাদাকালোর এক মিশ্রণে জগতকে দেখতে বলে। এও তাই। যদি বলো জগত শুধুই শ্রীময়, তবে অর্ধসত্য। যদি বলো জগত কেবলই বীভৎস, সেও অর্ধসত্য। দুইকে নিয়েই আসল সত্য। চলতে গেলে পূর্ণিমা যেমন আসবে তেমন অমাবস্যাও আসবে। কাউকে এড়িয়ে যাওয়া যাবে না। একজনকে বাদ দিতে চাইলেই জীবন খাপছাড়া। এক পক্ষে আটকে রাখতে চাইলে সে থাকতে চাইবেই বা কেন?
তবে উপায়? দুজনকেই স্বীকার করে নেওয়া ছাড়া উপায় নেই। তাই আয়োজন দুজনকেই স্বীকার নেওয়ার উৎসবে। আলো অন্ধকার। দুই-ই সত্য। লক্ষ্মীও সত্য, কালীও সত্য। দুই সত্যকে নিয়ে জাগেন মহাকাল। একা। অনন্ত মহাকাশ হয়ে।