Skip to main content

দুটো নিম্নাঙ্গের মিলনে
একটা শরীর তৈরী হলেও হতে পারে
                  প্রেম নয়

দুটো ঠোঁট ঠোঁটের উপর রাখা যেতে পারে
দুটো হাত হাতের উপর রাখা যেতে পারে
কাম উতলে উঠলেও উঠতে পারে প্রেমের মতন
                  তবু সে প্রেম নয়

দুটো চোখে যদি উলঙ্গ হৃদয় ধরা পড়ে
যদি অসহ্য যন্ত্রণায় তল না জানা
ফুটন্ত সাগরে নির্দ্বিধায় ঝাঁপ দিতে ভয় না লাগে
    তবে কাম নয়, শরীর নয়। সে শুধু সর্বগ্রাসী প্রেমই তবে।

(ছবিঃ সুমন)

Category