সৌরভ ভট্টাচার্য
27 January 2016
দুটো নিম্নাঙ্গের মিলনে
একটা শরীর তৈরী হলেও হতে পারে
প্রেম নয়
দুটো ঠোঁট ঠোঁটের উপর রাখা যেতে পারে
দুটো হাত হাতের উপর রাখা যেতে পারে
কাম উতলে উঠলেও উঠতে পারে প্রেমের মতন
তবু সে প্রেম নয়
দুটো চোখে যদি উলঙ্গ হৃদয় ধরা পড়ে
যদি অসহ্য যন্ত্রণায় তল না জানা
ফুটন্ত সাগরে নির্দ্বিধায় ঝাঁপ দিতে ভয় না লাগে
তবে কাম নয়, শরীর নয়। সে শুধু সর্বগ্রাসী প্রেমই তবে।
(ছবিঃ সুমন)