Skip to main content
আমার আজ ভীষণ বিষণ্ণতা
     তোমার জন্য।
উঠোন ভরতি জল
 
     সকাল থেকে মুষলধারে বৃষ্টি
 
 অবিন্যস্ত বিছানায় খোলা বইয়ের পাতা
      মেঘছায়া অন্ধকারে তোমায় খোঁজা
                 আনাচে কানাচে


তোমার আজ আসার কথা নেই -
   জানি তো
 
বৃষ্টিরও তো আসার কথা ছিল না
 
        তবু এলো তো

Category