সৌরভ ভট্টাচার্য
8 June 2017
কয়েক লক্ষ চোখ মেলে তাকিয়েছিলাম
তাকিয়ে থাকতে থাকতে ভুলে গেলাম
কি ভুলে গেলাম?
মনে পড়ছে না তো!
কি যেন একটা মনে পড়েছিল
কি মনে পড়েছিল?
তাকিয়ে থাকতে থাকতে ভুলে গেলাম
মনের ভিতর ধ্বস
পাঁজরগুলো ভাসিয়ে নিয়ে গেল 'হৃদযমুনা'
মাটি কামড়ানো শিকড়ের মত
তোমার মুখ আঁকড়ানো আমার চোখ
মহাকালও থেমে গেল অসহ্য হীনমন্যতায়
আমি তাকিয়েই থাকলাম
তাকিয়ে থাকতে থাকতে ভুলে গেলাম
কি ভুলে গেলাম, জানি না