Skip to main content

কি গাড়ি? 
কেমন জোর?
চাপা দিল? চালিয়ে দিল?
আরে বাহ, আরে বাহ
কি কলিজা, কি কলিজা
পিষে দিল? 
এক্কেবারে হাড়গোড় সব গুঁড়িয়ে দিল?
আরে বাহ, আরে বাহ

চাকায় নাকি রক্ত লেগে?
রাস্তা নাকি রক্তে ভিজে?

আরে ছো, আরে ছো
ওসব মানুষ এমনি মরে
চাকা কি আর ক্ষেতে নামে?
রাস্তা জুড়ে রাজা চলে
সেই রাস্তায় কি তোদের সাজে?
আরে ছো, আরে ছো
খেতে দিলে শুতে চায়
শুতে দিলেই মাথায় ওঠে
দিতে হয় তাই দাওয়াই কষে

এবার কি হবে? মোকোদ্দমা?
আরে রাম, আরে রাম 
হবে হয় তো, ঠিক জানি না
কে যেন সেই পুড়ে মোলো
পুড়ে কি গো?
পুড়িয়ে বলো?
আরে রাম, আরে রাম
তার খবর কে রাখে বলো?
চোখ থাকলেই দেখতে হবে?
কান থাকলেই শুনতে হবে?
রাজাহুজুর যা বলবে
বুদ্ধি পেতে নিতেই হবে
বুদ্ধি জোড়া জুতোর দাগ
নইলে ঘটবে কি পরমাদ! 
সব ভুলে যাই সব ভুলে যাই
মাথার মধ্যে ফুটো কড়াই
তাই রে তাই রে তাই রে না
আমায় খালি খাবিস না
ওদের খা, ওদের খা
ওরা গরীব, ওরা মুখ্যু
ওরা নীচু জাত, ওরা অচ্ছুৎ 
আমাদের না খেলেই হল
রাজার পিছু পিছুই চলো

দণ্ড দেবেন? কেন গো রাজা?
মেরুদণ্ড দিলাম যে গো
করে কত ঘষামাজা
নরম মেরুদণ্ডের উপর
নাচো রাজা তাই রে না
আমিও নাচি পিছে পিছে
তুমি ছাড়া তো জগত মিছে
তাই রে তাই রে তাই রে না
কি দেখেছি বলব না
তাই রে তাই রে তাই রে না
কি শুনেছি বলব না
তাই রে তাই রে তাই রে না
বোকা সেজেছি জানো না?
বোকা আমি, বোকা তুমি
বোকা হলেই সব স্বর্গভূমি
তাই রে তাই রে তাই রে না
ভাবনা চিন্তা ছেড়েই দেনা
হাতে হাতে তালি দিয়েই যা না
বলেই যা না, গেয়েই যা না
রাজার কথার অমান্যি না
তাই রে তাই রে তাই রে না

Category