সৌরভ ভট্টাচার্য
8 February 2017
ছোটোবেলা থেকে জানতুম, শ্রাদ্ধশান্তি, জন্মদিন, মুখেভাত, বিয়ে ইত্যাদি তিথিনক্ষত্র, দিনক্ষণ দেখে করতে হয়ে।
এই বুড়া বয়সে এসে জানছি, প্রেম করতেও ক্যালেন্ডার দেখতে হয়। শাস্ত্রে নবধা ভক্তির কথা পড়েছিলাম। ধাপে ধাপে কিভাবে দাস্য থেকে মধুর যায় তাও শুনেছিলাম।
এখন দেখছি গোলাপ, চকোলেট হয়েও আরেকধারা হচ্ছে। এখন কথা হল -
'সবার উপর বাজার সত্য, তাহার উপর নয়'