Skip to main content
তা না নানা, তা না নানা

তা না নানা, তা না নানা
বাজি দেব, বোম দেব
নতুন জুতো দেব, প্যাণ্ট দেব
বেল্টটা দেব জামাও দেব
দুগ্গার সিংহটাকে আমায় দে না
তা না নানা, তা না নানা

সব অঙ্ক কষে দেব,
সব ইতিহাস পড়ে নেব
পটল খাব, ঝিঙে খাব
শুক্তো, কুমড়ো তাও খাব
একটা কথা শোন না, শোন না
দুগ্গার সিংহটাকে ঘরে আন না
তা না নানা, তা না নানা

রোজই আমি ভোরে উঠব
সকাল সকাল নাইতে যাব
মারামারির নাম না নেব
লক্ষী হয়েই থাকব থাকব
শুধু এই বায়নাটা রাখ না, রাখ না
দুগ্গার সিংহটাকে এনে দে না
তা না নানা, তা না নানা

বিছানার পাশে বেঁধে রাখব
হরলিক্স কমপ্ল্যান রোজই দেব
ওর পিঠেতে স্কুলে যাব
স্কুলের মাঠে বেঁধে থোবো
রাতে শোবে আমার পাশেই
হিংস্র তো ও নয়রে মোটেই
ডিস্কভারির যে সিংহগুলো
বেজায় পাজি বিচ্ছু হুলো
খালি হরিণ, জিরাফকে খায়
দেখলে আমার কি কান্না যে পায়!
একে দেখো কি সুন্দর
হাসি মুখে ফুলিয়ে কেশর
দে না, দে না, দে না এনে
দুগ্গা আরেকটা নেবে কিনে

খবর্দার! বিসর্জন দিবি না
এমন বিচ্ছু তালে হব না!
এমন দূরে হারিয়ে যাব যে
লালবাজারও টিকি পাবে না
তাই তো বলছি, কথাটা শোন না
দুগ্গার সিংহটাকে এনে দেনা
তা না নানা, তা না নানা
না না নানা, তা না নানা


(ছবিঃ সুমন)

Category