সৌরভ ভট্টাচার্য
3 September 2017
তুলসীদাসজী তাঁর কালজয়ী 'রামচরিতমানস' এ আগামী দিনের উল্লেখ করছেন -
"বহু দাম সঁবারহি ধাম জতী। বিষয়া হরি লীনহ ন রহি বিরতী।।
তপসী ধনবন্ত দরিদ্র গৃহী। কলি কৌতুক তাত ন জাত কহী।।"
"সন্ন্যাসী প্রচুর অর্থ ব্যয় করে গৃহসজ্জায় মন দেয়। তাদের বৈরাগ্যহীন মন বিষয়াসক্তিতে রত। তপস্বী তখন ধনী আর গৃহস্থ হবে দরিদ্র। হে তাত, কলিযুগের কথা আর কি বলব?"
কথা হচ্ছে বেশ কয়েক শত বছর আগে কবি বুঝলেন কি করে? নাকি সেদিনই এরকম ইঙ্গিত সমাজে এসে গিয়েছিল? থাপার দিদিমণির মতে বৌদ্ধযুগের পরে বৌদ্ধমঠগুলোরও নাকি একই দশা হয়! "স্বর্ণ আর দর্পের বুদবুদ"...