সৌরভ ভট্টাচার্য
12 January 2016
বললে
তোমার ভিতরের সুপ্ত দেবত্বকে জাগাও
তাকালাম অন্তরে, বললাম
ঘন অন্ধকার। আলো কই?
বললে,
অন্ধকারকে দেখতেও লাগে আলো
নয়নের দীপ্তি
কোন আলোতে দেখলে অন্ধকার?
বললে,
ভালোবাসো। নিঃস্বার্থতাই ঈশ্বর।
বললাম,
দাঁড়াতে পারে না যে, তাকে বলো দৌড়াতে?!
বললে,
জানলা বন্ধ। তাই অন্ধকারকেই জানো চরম সত্য বলে।
জানলা খোলো
অন্ধকার বিলীন হবে আপনিই।
বললাম,
জানলা কই?
বললে,
তুমি নিজে। সরে দাঁড়াও।
আলো আসুক। সে আলোতে চেনো নিজেকে। ছায়া যাক ঘুচে।