Skip to main content

যদি গোটা পৃথিবীটা একবার নিঃশব্দে ঘুরে আসতে পারতাম

কোথাও নিজের কোনো অবশিষ্টাংশ না রেখে

যদি সব কথা শুনে যেতে পারতাম,
  সাক্ষী থাকতাম যা ঘটে যায়, সব কিছুর

কোথাও নিজের কোনো মানদণ্ড না বসিয়ে

যদি ফেরার সময়ে,
    সে সময়ে হোক
        কি অসময়ে

নিজের দিকে তাকিয়ে
    খাঁচার দরজা খুলে
         নিজেকে উড়িয়ে দিয়ে বলতে পারতাম
মনে রাখিস না কিছু
                মনটুকু ছাড়া…

তবে জানিয়ে যেতে পারতাম
    ভালোবাসা শ্যাওলা মাখা অববাহিকায় 
         স্বচ্ছ নদীর মত বয়ে যায়
              এক বিন্দু শ্যাওলা না নিয়েও

Category