সৌরভ ভট্টাচার্য
12 January 2015
তুমি যুক্ত করতে চেয়েছিলে
নিজের বৈশিষ্ট্য না হারিয়ে মেলাতে চেয়েছিলে
সব ধর্মকে বললে
মিলিত হও মানবধর্মে।
প্রাচ্য ও পাশ্চাত্যকে বললে
মিলিত হও ধর্মে ও বিজ্ঞানে।
ধর্ম ও যুক্তিকে বললে
মিলিত হও হৃদয়ে ও মস্তিষ্কে।
ব্যষ্টি ও সমষ্টি জীবনকে বললে
মিলিত হও সত্যে ও সেবায়।
পুরাতন ও নূতনকে বললে
মিলিত হও উদারতা ও শ্রদ্ধায়।
খুঁড়ে সামনে এনে ধরলে রোগের জড়-
ভয়, স্বার্থপরতা আর সংকীর্ণতা
বললে ছুঁড়ে ফেল এসব দুর্বলতা
যজ্ঞে দাও আত্মাহুতি, ইঙ্গিত করলে-
"দেখো শিক্ষা দেয় পতঙ্গম
অগ্নিশিখা করি আলিঙ্গন"
বললাম, কোথায় পাব এ শক্তি?
বললে-
"অমৃতের তুমি অধিকারী
প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান
দাও দাও যেবা ফিরে চায়
তার সিন্ধু বিন্দু হয়ে যান"
হে প্রভু,
তোমার হাতের স্পর্শ পাক আমার শির
তোমার বাণীর উষ্ণতা পাক আমার হৃদয়
তোমার চরণের ছায়া পাক আমার মরণ