Skip to main content


তুমি নিজের দুর্বলতা ঢাকতে
তূণে বিষাক্ত তীর রেখেছ
তলোয়ারে শান দিচ্ছ দিনরাত
বল্লমগুলোকে ক্ষুরধার করছ
আরো কত অস্ত্র গোপনে রেখেছ তুমিই জানো

অথচ তোমার দুর্বলতাগুলো সবাই জানে আজ

তোমার মুখোশের আড়ালের মুখটাও সবাই দেখে ফেলেছে ঝড়ের সময়
যখন তুমি নিজেকে বাঁচাতে মুখোশটাকেও
ভুলে ছিলে পাশের লোকটার মত।
আজ তোমার মুখোশের মোহে তুমিই শুধু
বুঝতে পারছ না
কারণ তুমি আয়নার সামনে দাঁড়াতে চাও না কক্ষণো

Category