সৌরভ ভট্টাচার্য 12 June 2017 অতএব ফিরতে হল কিছু ভুল কেন যেন শোধরানোই যায় না আসলে তো ওরা ভুল নয় স্বভাব। স্ব-ভাব। তাই হোক। না হয় বারবার ফিরি। ভাবের ঘরে চোর না ঢুকুক। স্ব-ভাবের আমেজেই বাঁচার আরামকেদারা বাকি তো সব মেয়াদী কে জানে কে কখন উঠতে বলে! Category কবিতা Log in or register to post comments3 views