Skip to main content
অতএব ফিরতে হল
কিছু ভুল কেন যেন শোধরানোই যায় না
আসলে তো ওরা ভুল নয়
        স্বভাব। স্ব-ভাব। 
তাই হোক। না হয় বারবার ফিরি।
    ভাবের ঘরে চোর না ঢুকুক।
স্ব-ভাবের আমেজেই বাঁচার আরামকেদারা
বাকি তো সব মেয়াদী
   কে জানে কে কখন উঠতে বলে!

Category