Skip to main content

suryasto

 

 

প্রতিদিন ফেরার সময়

বাজার করে

সূর্যাস্তের ছবি তুলে আনেন

 

পাঁচ তলা ফ্ল্যাটের

এক তলায় শয্যাশায়ী স্ত্রী

  চার বছর ধরে

পাশের জানলায়

  রোদ বৃষ্টি সব ব্রাত্য

     রাস্তার এত ধুলো

 

যেদিন শেষ সূর্যাস্তের ছবি তুললেন

সেদিন বৃষ্টি ছিল দিনভর

মেঘ কেটে গেল সূর্যাস্তের মুহূর্তকাল আগে

   ভিজে রাস্তায় ছড়িয়ে আছে তখন

      আলতা ঢালা রং

 

যখন পায়ে মাখানো হল আলতা

   কপাল লেপা হল সিঁদুরে

বৃদ্ধ সজল চোখে বললেন,

   দেখা হবে আবার

      কোনো নতুন সূর্যোদয়ে

 

আজ তোমার যাওয়ার পথ

       রাঙিয়েছে সূর্যাস্ত নিজে

সাবধানে যেও

    দাঁড়িও সূর্যাস্তের সময়

  আকাশের কোনো এক কোণে

  চিনে নেব তোমায়

     তোমার আবীর রাঙা পায়ে

 

(ছবি - Debasish Bose )

Category