sumanasya
6 June 2023
প্রতিদিন ফেরার সময়
বাজার করে
সূর্যাস্তের ছবি তুলে আনেন
পাঁচ তলা ফ্ল্যাটের
এক তলায় শয্যাশায়ী স্ত্রী
চার বছর ধরে
পাশের জানলায়
রোদ বৃষ্টি সব ব্রাত্য
রাস্তার এত ধুলো
যেদিন শেষ সূর্যাস্তের ছবি তুললেন
সেদিন বৃষ্টি ছিল দিনভর
মেঘ কেটে গেল সূর্যাস্তের মুহূর্তকাল আগে
ভিজে রাস্তায় ছড়িয়ে আছে তখন
আলতা ঢালা রং
যখন পায়ে মাখানো হল আলতা
কপাল লেপা হল সিঁদুরে
বৃদ্ধ সজল চোখে বললেন,
দেখা হবে আবার
কোনো নতুন সূর্যোদয়ে
আজ তোমার যাওয়ার পথ
রাঙিয়েছে সূর্যাস্ত নিজে
সাবধানে যেও
দাঁড়িও সূর্যাস্তের সময়
আকাশের কোনো এক কোণে
চিনে নেব তোমায়
তোমার আবীর রাঙা পায়ে
(ছবি - Debasish Bose )