সৌরভ ভট্টাচার্য
21 April 2016
যে রাস্তাটা সূর্যাস্ত ছুঁয়ে এসেছে
সে রাস্তায় হেঁটেছ কখনো?
সে রাস্তার ধারে দাঁড়ানো
অভিভাবক বৃক্ষের আশীর্বাদ
নিয়েছো কখনো মাথা পেতে?
সে রাস্তার ধুলোতে
যুগান্তরের পায়ের ধুলো মিশে
তোমার পায়ে মিশেছে কখনো সে ধুলো?
যাও, হেঁটে এসো সে পথে
সে পথ খুঁজে পাবে সূর্যাস্তের আলোয়
তোমার রোজ হাঁটা পথেরই কোনো এক পাশে
(ছবিঃ দেবাশিষ বোস)