সৌরভ ভট্টাচার্য
30 September 2017
যথারীতি এ বছরও মা দুগ্গা গট-আপ কেস করে, একটা আই ওয়াশ করে বেরিয়ে গেলেন। একখেন অসুরও মারা গেল না। বিশেষ করে কাল রাতে বেপাড়ায় নবমীর নিশির মদো নৃত্যের হুল্লোড় কথাটা প্রমাণ করেই ছাড়লে। এই সুরার মত অসুর সংসারে খুব কম আছে। কত মানুষকে অমানুষ, অমানুষ থেকে মহিষাসুর হতে দেখলাম তার ইয়ত্তা নেই।
যা হোক। তবু আজ শুভেচ্ছা আর ভালোবাসা জানানোর দিন ( আরেক গট-আপ কেস - মুখে মধু অন্তরে গরল!)। তবু সক্কলরে প্রাণ থেকে শুভেচ্ছা জানাই। জীবনে সুর আসুক। সুরা আর অসুরের প্রকোপ থেকে রক্ষা করুক। জয় গুরু।