সৌরভ ভট্টাচার্য
14 June 2017
লোকটা দরজা বানাতে চায়নি
শুধু কয়েকটা সুড়ঙ্গ বানিয়েছিল
এক সুড়ঙ্গ থেকে আরেক সু্ড়ঙ্গে যেত
হাতড়ে হাতড়ে
অন্ধকারে
ভেবেছিলো সুড়ঙ্গগুলো পৌঁছে দেবে রাজ সিংহাসনে, সবার অলক্ষ্যে
হল না।
সুড়ঙ্গগুলো কবরের মত বিষাক্ত এখন
লোকটা উন্মাদের মত অপেক্ষায়, সূর্যোদয়ের
লোকটা ভুলে গেছে, অথবা জানে না,
সুড়ঙ্গের অন্ধকারে পুবদিক হয় না